উপজেলা সমবায় কার্যালয়, আমতলী, বরগুনা
একনজরে তথ্যঃ
০১। দক্ষিন তক্তাবুনিয়া আশ্রয়ন প্রকল্প ফেইজ-২
০২। কৃষ্ণনগর আশ্রয়ন প্রকল্প ফেইজ-২
০৩। সোনালী আশ্রয়ন প্রকল্প ফেইজ-২
০৪। উওর রাওগা আশ্রয়ন প্রকল্প ফেইজ-২
০৫। মোল্লাপাড়া আশ্রয়ন-২ প্রকল্প
০৬। ঘটখালী আশ্রয়ন-২ প্রকল্প
এর মধ্যে ০৪ টি আশ্রয়ন প্রকল্পে ৩৬,১৬,০০০/- টাকা সরকারী ঋণ বিতনর করা হয়েছে। এ পর্যন্ত ২৫,৯৫,০০০/- টাকা ঋন আদায় করা হয়েছে। আদায়ের হার ৭৬% ।
২০১৯-২০২০ খ্রি. সমবায় বর্ষে সমবায় সমিতি সমূহের কাছ থেকে ৭১,৬০০/- টাকা নীরিক্ষা ফি ও এর ভ্যাট বাবদ ১০,৪৭০/- টাকা এবং সমবায় উন্নয়ন তহবিল বাবদ ২৫,৪৪৩/- টাকা আদায় করত: সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।
সকল কেন্দ্রীয় ও প্রাথমিক সাধারণ সমবায় সমিতি সমবায় অধিদপ্তর অডিট ও পরিদর্শন এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। বিআরডিবি এর আওতায় প্রাথমিক সমবায় সমিতি বিআরডিবি অডিট কার্যক্রম পরিচালনা করেন। এবং ঐ সকল সমবায় সমিতিতে ইউসিসিএ লিঃ এর মাধ্যমে অর্থায়ন করে সমবায়ীদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে।
উপজেলা সমবায় অফিসের উল্লেখযোগ্য কার্যক্রম নিম্নরূপ:
ধনী দরিদ্র নির্বিশেষে গণতন্ত্রমনা জনগণকে সমবায় আদর্শে উদ্বুদ্ধ করা এবং তাঁদের সমন্বয়ে সমবায় সমিতি গঠন, নিবন্ধন, তত্ত্বাবধায়ন ও আইনগতভাবে নিয়ন্ত্রণ করা ;
নিবন্ধিত সমবায় সমিতির বার্ষিক নিরীক্ষা, পরিদর্শন, তদন্ত, নির্বাচন ও অবসায়ন কার্যক্রম সম্পাদন করা;
সমবায় নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে সমবায় সম্পর্কিত জ্ঞান, দক্ষতা বৃদ্ধির জন্য সমবায় ব্যবস্থাপনা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, আত্ম -কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন সংক্রান্ত প্রশিক্ষন প্রদান;
সমবায় আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সমবায়ের প্রচার, প্রকাশনা, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করা;
সমবায় সমিতির উন্নয়নের লক্ষ্যে সমবায় সমিতির উপর জরিপ, গবেষণা ও কেস ষ্টাডি পরিচালনা করা এবং এর উপর প্রয়োজনীয় সুপারিশসহ সরকারের অনুমোদন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা;
সরকার কর্তৃক বাস্তবায়িত আশ্রয়ণ/আবাসন, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড ও সরকারী অন্যান্য প্রতিষ্ঠান গৃহীত কর্মসূচীর আওতায় সংগঠিত সমবায় সমিতি নিবন্ধন, তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ;
বৃক্ষরোপন, পরিবার পরিকল্পনা, গণশিক্ষা, জনস্বাস্থ্য রক্ষা ইত্যাদি সরকারী বিভিন্ন উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করা;
সমবায় সংশ্লিষ্ট সকল প্রকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, আশ্রয়ন প্রকল্পে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা করা।
সমবায়ীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ি, কুমিল্লা ও বিভিন্ন আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউটে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন প্রদান করে থাকেন।
জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের সমন্বয়ে সমবায়ীদের উন্নয়নে লক্ষ্যে ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপজেলা সমবায় কার্যালয়, আমতলী, বরগুনা এ স্বাগতম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস